
খুলনায় দৃষ্টি প্রতিবন্ধীদের ২ দিন ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শেষ হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজ মাঠে এ প্রশিক্ষণ শেষ হয়। খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাব ২৯ জন দৃষ্টি প্রতিবন্ধীদের প্রশিক্ষনে এ আয়োজন করে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসোসিয়েশনের সাবেক সভাপতি আলী আজগর লবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিধি হিসাবে যুক্ত হন। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ন্যাশন্যাল টিমের কোচ মোঃ শফিকুল ইসলাম বাবু ২৯ জন দৃষ্টি প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দেন।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মঈন ইকবাল, পরিচালক প্রশাসন মোঃ তাইজ উদ্দীন ও খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এ প্রশিক্ষনে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন