
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন নিজ উপজেলার ভবেরচরে তাদের পারিবারিক কবর জিয়ারত ও সংবাদ সম্মেলন করেন। মতবিনিময় শেষে জুলাই শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় তিনি ভবের চর বাস স্ট্যান্ড নামলে হাজারো নেতাকর্মী ফুলের তোড়া দিয়ে তাকে অভ্যর্থনা জানায়।
কামরুজ্জামান রতন পারিবারিক কবর জিয়ারত করেন ও নেতা কর্মীরাসহ পদযাত্রায় নিজ বাড়িতে পৌঁছান। এরপর বিকাল ৪ টার দিকে সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা করেন। এসময় মুন্সীগঞ্জ সদর ও গাজারিয়া উপজেলার মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য মেঘনা নদীর সেতু নির্মানের অঙ্গীকার করেন তিনি।
সাংবাকিদের এক প্রশ্নের উত্তরে বলেন, বেগম খালেদা জিয়া তার জবান দিয়ে তারেক রহমানের মাধ্যমে নমিনেশনে তার নামটা লিখেছেন ।
তিনি আরও বলেন, যারা দলীয় শৃঙ্খলা অমান্য করবে, দল তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য ও আহ্বায়ক কমিটির ভিপি মাসুম খান, সাবেক ছাত্রনেতা ও বর্তমান বিএনপি নেতা মোঃ বাবুল সরকার, সদস্য জেলা আহ্বায়ক কমিটির চেয়ারম্যান ইসহাক, আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, মাসুদ ফারুক, মোজাম্মেল হক মুন্না, সদস্য সচিব, জেলা যুবদল ও অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় পিতৃবাড়িতে পৌঁছানোর সময় গজারিয়া উপজেলার মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।
মন্তব্য করুন