রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

বিএনপির আসনপ্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঝাউচর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নির্বাচনী উঠান বৈঠক থেকে নেতাকর্মীরা মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের জন্য ধানের শীষে ভোট চান এবং তাকে বিপুল পরিমাণ ভোটে জয় যুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া বিশেষ দোয়া করা হয়।

একই ওয়ার্ডের নির্বাচন কমিটির আহবায়ক বশির আহমেদের সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো: আমজাদ হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাদিক কায়েম দাঁড়ালে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হবে: হাদি
সাদিক কায়েম দাঁড়ালে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হবে: হাদি
কয়েকটি আসনের লোভে জোট নয়, দেশের স্বার্থেই ঐক্য
নবীনগরে জনসভায় নুরুল হক নূর / কয়েকটি আসনের লোভে জোট নয়, দেশের স্বার্থেই ঐক্য
“নেতৃত্বের অযোগ্যতার কারণে উত্তবঙ্গের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি”
“নেতৃত্বের অযোগ্যতার কারণে উত্তবঙ্গের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি”
যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
সব প্রস্তুত হচ্ছে / যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু