শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন কুদরত উল্লাহ
ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে `ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫'। যা বাংলাদেশের অনুপ্রেরণাদায়ক সাংবাদিক, মিডিয়াকর্মী ও উদ্ভাবকদের স্বীকৃতি জানাতে একটি মহোৎসব। এই মর্যাদাপূর্ণ আয়োজনে সাংবাদিকতা, উদ্ভাবন ও মিডিয়ার সৃজনশীলতায় অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানানো হয়, যাদের কাজ সমাজে স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলেছে। এরই প্রেক্ষিতে বিনোদন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করছেন কুদরত উল্লাহ। বর্তমানে তিনি কাজ করছেন দৈনিক আমাদের সময়ের অনলাইন বিভাগে। গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর জুরি বোর্ডের সদস্যরা, যারা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদনা ও ডিজিটাল নেতৃত্বের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন  প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। এ ছাড়া গেস্ট অব অনারে আরও ছিলেন, ড. রাশিদ আহমেদ হোসাইনি, পরিচালক, (বিগমিয়া), জাবেদ সুলতান পিয়াস, চিফ ডিজিটাল বিজনেস অফিসার, প্রথম আলো, তসলিম চৌধুরী, সিইও ও হেড অব মার্কেটিং, মোহনা টিভি এবং প্রেসিডেন্ট, (ইএমএমএ), মো. ফেরদৌস নাঈম পরাগ, হেড অব মার্কেটিং, জিটিভি ও সেক্রেটারি জেনারেল, (ইএমএমএ) জনাব রাকিব হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, লুমিনাস গ্রুপ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. তৃণা ইসলাম (হেড অব অপারেশনস, দ্য বিজনেস ডেইলি) ও ফয়সাল তিতুমীর, যারা সজীব উপস্থাপনায় পুরো আয়োজনে প্রাণ ঢেলেছেন। ২০২৩ সালে প্রতিষ্ঠিত ডিএমএফ ইতোমধ্যেই বাংলাদেশের ডিজিটাল মিডিয়া পেশাজীবীদের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের একত্র করে প্রশিক্ষণ, উদ্ভাবন এবং সহযোগিতার মাধ্যমে দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমকে শক্তিশালী করার কাজ করছে। পুরস্কার প্রাপ্তীতে কুদরত উল্লাহ বলেন, ‘যে কোনো পুরস্কারই পাওয়াই আনন্দের। কাজের মাধ্যমে এমন সম্মান সাংবাদিকরা খুব বেশি একটা পান না। এজন্য ‘ডিএমএফ’র সবাইকে জানাই ধন্যবাদ। এ পুরস্কারের মাধ্যমে আগামীতে আরও ভালো কাজ করার প্রবণতা বাড়িয়ে দিলো। আশা করি তাদের দেওয়া এই সম্মান ধরে রেখে ভবিষ্যতে বিনোদনের দুনিয়ায় খুব ভালো কিছু দেওয়া সম্ভব হবে।’ বিনোদন সাংবাদিকতায় এক যুগের বেশি সময় ধরে কাজ করছেন কুদরত উল্লাহ। পাশাপাশি নানা ধরনের লেখায় নিজেকে জড়িয়ে আছেন তিনি। নিয়মিত গল্প-নাটক লিখে নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন নাট্যকার কিংবা লেখক খেতাবটিও। ইতোমধ্যেই তার রচিত একাধিক নাটক প্রচার হয়েছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্লাটর্ফমগুলোতে। দায়িত্ব পালন করেছেন স্বনামধন্য সংগঠন টেলিভিশন নাট্যকার সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে। ২০২৩-২৪ সাল মেয়াদে এই দায়িত্ব পালন করেন তিনি। প্রসঙ্গত, শিল্প ও সংস্কৃতি, ভাষাসৈনিক, অভিনেতা অভিনেত্রী এবং সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন এমন ১৩ জন্য ব্যক্তির সাক্ষাৎকারের নানান কথা নিয়ে প্রকাশিত হয় কুদরত উল্লাহর প্রথম বই ‘তারকাকার’। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার প্রথম উপন্যাস ‘অন্তে নীলান্তর’র পাণ্ডুলিপি নিয়ে।
তিন গোয়েন্দার রকিব হাসান এখন না ফেরার দেশে
ভাষাসৈনিক আহমদ রফিক লাইফ সাপোর্টে
‘শৈশবের দুঃস্বপ্ন’ বইয়ের মোড়ক উন্মোচন
শৈশব রাঙানো আজ মীনা দিবস
প্রকাশ হয়েছে মোহাম্মদ নূরুল হক এর ‘জীবনের যতিচিহ্নগুলো’
  • সর্বশেষ
  • জনপ্রিয়