রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
নবীনগরে জনসভায় নুরুল হক নূর

কয়েকটি আসনের লোভে জোট নয়, দেশের স্বার্থেই ঐক্য

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় জোট রাজনীতি নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, “দেশের স্বার্থে ন্যায্যতার ভিত্তিতে সম্মানজনক সমঝোতা হলে জোট হতে পারে, কিন্তু কোনো স্বল্পস্বার্থের বিনিময়ে নয়। আমরা ২-৪ টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না।”

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলীয় প্রার্থী পরিচয় করিয়ে দিতেই এ জনসভার আয়োজন করা হয়। এসময় নূর আনুষ্ঠানিকভাবে জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলামকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

বক্তব্যে নুরুল হক নূর দাবি করেন, আওয়ামী লীগ সরকার তাদেরকে অতীতে আসন ও অর্থের প্রলোভন দেখিয়েছিল।

তিনি বলেন, “শেখ হাসিনা আমাদের টাকা অফার করেছিল, আসন অফার করেছিল। কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করিনি। আমরা জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে আছি।”

নূর বক্তব্য দেন, “দেশের বড় দুই রাজনৈতিক শক্তির পালাবদলেও সাধারণ মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি। তাই নতুন প্রজন্মের নেতৃত্ব বিকল্প শক্তি হিসেবে উঠে দাঁড়াতে চায়।”

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন আয়োজন প্রসঙ্গে নূর বলেন, নির্বাচন কমিশন ১১ তারিখ তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার কারণে যদি কোনো বিশেষ প্রেক্ষাপট তৈরি হয়, তবে নির্বাচন পেছাতে পারে। অন্যথায় ফেব্রুয়ারিতেই ভোট হবে।

তিনি আরও জানান, নির্বাচনের সময় যাই হোক, গণঅধিকার পরিষদ পুরো দেশে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে। তবে যদি জাতীয় স্বার্থে জোট হয়, সেখানে জনসমর্থন নিশ্চিত আসনেই সমঝোতা হবে।

জনসভায় নূর দেশের কিছু রাজনৈতিক দলের ‘হুমকি-ধামকির রাজনীতি ও আধিপত্য বিস্তারের প্রবণতা’র কঠোর সমালোচনা করে বলেন, “১৬ বছরের অপশাসন মুহূর্তে ভেঙে পড়েছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে কারও পরিণতি ভালো হবে না।”

তিনি সব রাজনৈতিক দলকে সংযম, সহনশীলতা ও গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।

নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হক, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, জেলা সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, উপজেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক মো. কাইয়ূমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় নজরুল ইসলামকে প্রার্থী ঘোষণা করে নুরুল হক নূর নবীনগরের জনগণের কাছে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাদিক কায়েম দাঁড়ালে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হবে: হাদি
সাদিক কায়েম দাঁড়ালে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হবে: হাদি
“নেতৃত্বের অযোগ্যতার কারণে উত্তবঙ্গের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি”
“নেতৃত্বের অযোগ্যতার কারণে উত্তবঙ্গের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি”
যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
সব প্রস্তুত হচ্ছে / যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
বিএনপির আসনপ্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক
বিএনপির আসনপ্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক