রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সাদিক কায়েম দাঁড়ালে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হবে: হাদি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পিএম

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে দাঁড়ানোর গুঞ্জন উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবির নেতা মো. আবু সাদিকের (সাদিক কায়েম)।

এদিকে, একই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি জানিয়েছেন, ঢাকা-৮ আসনে সাদিক কায়েম নির্বাচন করলে তার ইলেকশন জার্নিটা আরও দারুণ হবে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ওসমান হাদি লিখেছেন, “সাদিক কায়েম আমার ভাই। তিনি ঢাকা-৮ এ নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাল্লাহ। জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো।

পোস্টে সাদিকের জন্য তিনি দোয়া জানান।

তিনি আরও বলেন, “দেশপ্রেমিক জনতার জোয়ার-ই ওসমান হাদির কর্মী। সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি।”

হাদি বলেন, “ঢাকা আটের সমগ্র ময়দানই দলহীন হাদির দল। ইনসাফ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।”

সাদিক কায়েমের নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে দুই-একদিনের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত খবর জানানো হবে বলে আভাস পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কয়েকটি আসনের লোভে জোট নয়, দেশের স্বার্থেই ঐক্য
নবীনগরে জনসভায় নুরুল হক নূর / কয়েকটি আসনের লোভে জোট নয়, দেশের স্বার্থেই ঐক্য
“নেতৃত্বের অযোগ্যতার কারণে উত্তবঙ্গের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি”
“নেতৃত্বের অযোগ্যতার কারণে উত্তবঙ্গের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি”
যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
সব প্রস্তুত হচ্ছে / যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
বিএনপির আসনপ্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক
বিএনপির আসনপ্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক