
শিক্ষা উপকরন বিতরণ করেছে বাগেরহাট জেলা ওলামাদল। আজ রোববার (৯ নভেম্বর) বিকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বজ বায়তুশ র্শফ হিফ্জখানার শতাধিক ছাত্রদের মাঝে এ শিক্ষা উপকরন বিতরণ করা হয়। শিক্ষা উপকরন বিতরণের পূর্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন হয়। সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ওলামাদলের আহ্বায়ক আলহাজ্ব শেখ হেমায়েত উদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল হামিদ মল্লিক, সদর থানার সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, চিতলমারি থানার জেলা ওলামাদলের সদস্য মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা ইয়াসিন শরিফুল ইসলাম তুষার, আব্দুস সবুর, কচুয়া থানার হাফেজ হুমায়ুন কোবির, ফকিরহাট থানার নাহিদ খান, মাওলানা জাহিদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
মন্তব্য করুন