সোমবার, ১০ নভেম্বর ২০২৫

কিস্তি সময়মতো পরিশোধ না করায় এনজিওকর্মীদের অদ্ভুত কাণ্ড

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

গৃহবধূর এক ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। অভিযোগ উঠেছে, বাগেরহাটের চিতলমারীতে এক বেসরকারি সংস্থা (এনজিও) গৃহবধূর হাতের সোনার আংটি, নাকফুল ও পিতলের বদনা নিয়েছে।

ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট নামের এনজিও-র কর্মীদের বিরুদ্ধে শ্রাবণী হীরা (২২) নামের এক গৃহিণী এ অভিযোগ জানান।

শনিবার (৮ নভেম্বর) গৃহিণীর একটি ভিডিও ক্লিপ থেকে এ ঘটনা ছড়িয়ে পড়ে। সময়মতো কিস্তির টাকা পরিশোধ না করায় ওই এনজিওর এক কর্মী পাশ বইয়ে ‘আংটি বাবদ ৮ হাজার’ এবং ‘বদনা বাবদ ১ হাজার ৫০০ টাকা’ জমা হিসেবে লিখে রাখেন বলে জানানো হয়। তবে এনজিওর কর্মকর্তারা দাবি করেছেন, গৃহবধূ খুশি হয়েই তার গয়না ও বদনা দিয়েছেন।

অভিযোগকারী জানান, তিনি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট-এর চিতলমারী শাখা থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। লাভসহ ফেরত দিতে হতো ৪৫ হাজার ১২০ টাকা। কিন্তু কিছু টাকা বাকি থাকতে তার স্বামী রিপন কাজের জন্য এলাকা ছাড়লে কয়েকটি কিস্তি বাকি পড়ে যায়।

শ্রাবণীর অভিযোগ, গত ২৯ অক্টোবর সকাল ১০টার দিকে এনজিওর কর্মীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে অফিসে নেয়। সেখানে তাকে ও তার তিন বছরের কন্যাকে একটি কক্ষে তালা দিয়ে রাখে। পরে বিকেলে ফিল্ড থেকে ফিরে কর্মকর্তারা তাকে দুইটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে জোরপূর্বক হাতের আংটি, নাকফুল ও পিতলের বদনা নিয়ে যায় এবং এ সময় ভিডিও ধারণ করে।

তিনি বলেন, আমাকে তালাবদ্ধ করে ভয় দেখানো হয়। আমার মেয়ে ক্ষুধায় কাঁদছিল, কিন্তু আমি কিছু বলতে পারিনি।

এ বিষয়ে ডিএফইডি চিতলমারী শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ গণমাধ্যমকে বলেন, গৃহবধূ শ্রাবণীর কিস্তি খেলাপি ছিল। তার কাছ থেকে নাকফুল নেওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ততই বাড়ছে: দুলু             
দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ততই বাড়ছে: দুলু             
বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা-শিক্ষা উপকরন বিতরণ
বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা-শিক্ষা উপকরন বিতরণ
সহকারী অধ্যাপক পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
সহকারী অধ্যাপক পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
হিলিতে শয়নকক্ষে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হিলিতে শয়নকক্ষে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার