
ঢাকার কোনো একটি আসন থেকে ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রবিবার (৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা–১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘নির্বাচন কোথা থেকে করব, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ঢাকা থেকে করবো ইনশাআল্লাহ্।’ সরকারি দায়িত্ব থেকে পদত্যাগের প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার থেকে পদত্যাগের পরই নির্বাচন করব। তবে কবে নাগাদ পদত্যাগ করব, তা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে জানাব।’
কোনো দলে যোগ দেওয়ার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো দলে যোগ দেবো কিনা, তা নিয়ে এখনো কারও সঙ্গে আলোচনা হয়নি।’
ধানমন্ডি এলাকার ভোটার হওয়ার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘দুইবার যেহেতু ভোট দিতে পারিনি, আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা। সে কারণেই ঢাকা-১০ এর ভোটার হয়েছি।’
আসিফ বলেন, ‘আমার সরকার থেকে পদত্যাগ করার পর থাকার পরিকল্পনা আছে এই ধানমণ্ডি এলাকায়। যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ না; আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট। সে জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া, যাতে আমার ভোটটা অপচয় না হয়।’
ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ এখন পর্যন্ত কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর) ভোটার ছিলেন।
অভ্যূত্থানের সামনের সারির ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আত্মপ্রকাশ ঘটে গেল ফেব্রুয়ারিতে, তথ্য উপদেষ্টা পদ ছেড়ে সে দলটির নেতৃত্বে আসেন নাহিদ ইসলাম।
ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করবেন কী না, এমন প্রশ্নে তিনি বলেন, কোন আসন থেকে নির্বাচন করবেন, তা চূড়ান্ত হয়নি।
মন্তব্য করুন