
প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) শহরে মুজিব সড়কে অবস্থিত প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুপার নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ পদটি বাতিল করেছে। একটা সুস্থ জাতি বিনির্মাণে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। শারীরিক শিক্ষা হচ্ছে শিক্ষার একটা অবিচ্ছেদ্য অংশ। উন্নত বিশ্বে শারীরিক শিক্ষাকে অনেক বেশি প্রাধান্য দেয়া হয়।
প্রাথমিকে শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক পুনর্বহাল করতে প্রধান উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে দাবি জানানো হয় মানববন্ধনে।
মন্তব্য করুন