শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

গাজীপুরে এইচএসসি আলিম কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

গাজীপুরে তরুণ মেধার স্বীকৃতি দিতে আয়োজিত হলো এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। অনুষ্ঠানে ৪১জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (৮ নভেম্বর) সকালে জেলার কাপাসিয়া উপজেলায় স্থানীয় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিচার বিভাগ সংস্কার কমিশন চেয়ারম্যান ও সাবেক বিচারপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, শুধু মেধা নয়, মানুষের উপকারে আসে এমন শিক্ষা গ্রহণ করতে হবে। নিজের জন্য উচ্চ শিক্ষা নয়, আপনাদের উচ্চ শিক্ষা হবে দেশ ও দশের।

এতে আরও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ কে এম মাজহারুল ইসলাম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আফলাতুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মাজহারুল হক প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
নিরাপদ খাদ্য আইনে অভিযান / কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
‘উত্তরা গণভবনকে আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে’
নাটোরে আসিফ নজরুল / ‘উত্তরা গণভবনকে আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে’
সরাইলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
সরাইলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু