
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার নিজের ওপর হামলা ও অপহরণচেষ্টা এবং পরবর্তীতে তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (৮ নভেম্বর) পিরোজপুর প্রেসক্লাবে তিনি এসব অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তিনি জানান, গত ৪ নভেম্বর রাতে পিরোজপুর শহরের বড় পুল এলাকায় বালিপাড়া ইউনিয়নের জাকারিয়া হোসেন মুন্সি ও তার সহযোগীরা তার গাড়ির পথরোধ করে টেনে নামিয়ে অপহরণের চেষ্টা করে এবং তার দুইটি আইফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে।
এরপর জামায়াতে ইসলামী নেতা মাসুদ সাঈদী ও তার ভাইসহ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়। তবে শাহীন অভিযোগ করেন, ঘটনাটির পরও জাকারিয়া তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং উল্টো তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করে অপপ্রচার চালাচ্ছে।
তিনি জানান, একজন নির্বাচিত চেয়ারম্যান যদি অপহরণচেষ্টা ও অপপ্রচারের শিকার হন, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ?
তিনি জাকারিয়া ও সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম ইমন ও চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন