শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পতাকা স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রজনতার ব্যানারে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, এনসিপির বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী শিশির আসাদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী যোদ্ধার উপর এমন পরিকল্পিত হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যারা মুক্তচিন্তা ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করেন, তাদের উপর বারবার হামলা চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু জনগণ ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে বাংলাদেশ স্কাউটস এর পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন
নাটোরে বাংলাদেশ স্কাউটস এর পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন
কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
নিরাপদ খাদ্য আইনে অভিযান / কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
‘উত্তরা গণভবনকে আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে’
নাটোরে আসিফ নজরুল / ‘উত্তরা গণভবনকে আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে’
সরাইলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
সরাইলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু