
পূণ্য স্নানের মধ্য দিয়ে সুন্দরবনের দুবলার চরে শেষ হয়েছে তিন দিনের ঐতিহ্যবাহী রাস উৎসব। আজ বুধবার ০৫ নভেম্বর ভক্তদের ঢল নামে বঙ্গোপসাগরের পাড়ে। বেলা বাড়ার সাথে সাথে হাজারো তীর্থযাত্রী পবিত্র স্নানে অংশ নেন, তাদের মুখে ছিলো ভক্তি আর আনন্দের জোয়ার।
এই উৎসব শুধু ধর্মীয় নয়, বরং সুন্দরবনের সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মিলনের প্রতীক। রাস উৎসবের এই পবিত্র পূণ্য স্নান দেখতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমায় ভক্ত, পর্যটক ও আলোকচিত্রীরা। এবারের উৎসবে দর্শনার্থী ও পর্যটক আগমনে ছিল নিষেধাজ্ঞা। তবুও ভক্তদের ভাসমান প্রদীপ, ঢোলের শব্দ এবং সমুদ্রের ঢেউ মিলে তৈরি করে এক অনন্য পরিবেশ।
এ বছর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনও ছিল তৎপর। কোস্টগার্ডসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে অনুষ্ঠানে আগতরা ছিলেন খুবই খুশি। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হয় তিনদিনের এই ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান।
মন্তব্য করুন