
যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার থেকে ৩১৯.৪৮ গ্রাম ওজনের তিনটি সোনার বার, ২টি মোবাইল এবং ১টি হেডফোন সহ ওসমান গনি নামে ১ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে,ঢাকা থেকে এক ব্যক্তি সোনার বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে উক্ত স্থানে তারা অভিযান পরিচালনা করে ওসমান গনিকে আটক করে। পরে তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় তার কাছ থেকে সোনার বার গুলো জব্দ করে।
জব্দকৃত সোনার বারগুলির আনুমানিক মূল্য পঞ্চান্ন লক্ষ ছাব্বিশ হাজার ছয়শত চুরাশি টাকা। আটককৃত ওসমান গনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়,সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলো। আটককৃত ওসমান গনি যশোর কোতয়ালী থানাধীন বারান্দী মোল্লাপাড়ার বাসিন্দা সৈয়দ আলী মন্ডলের ছেলে। আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে,তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন