
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ইংল্যান্ডের একটি মডেলকে সামনে রেখে স্বাস্থ্যসেবায় বিএনপি কাজ করছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে বিএনপি বদ্ধপরিকর। আমরা নরসিংদী থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু করেছি পর্যায়ক্রমে সারাদেশের জেলা গুলোতে এই কার্যক্রম পরিচালনা করা হবে। পরে জেলাগুলোর নেতৃত্বে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে এ সেবা কর্যক্রম চলবে।
তারেক রহমানের ৩১ দফা কার্যাক্রমের অংশ হিসেবে আজ বুধবার(৫ নভেম্বর) নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার খেলার মাঠে ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড্যাবের নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম এস এস হাসান আল জামীর সভাপতিত্বে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন অল রশীদ, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতান ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শকিল, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।
আলোচনা শেষে দেশব্যাপি ডেঙ্গু জ্বর ও চিকনগুনিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে মশারি বিতরণ করেন অতিথিরা। এছাড়া বিনব্যাপী ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এক হাজারের অধিক রোগীকে সেবা প্রদান করা হয়।
মন্তব্য করুন