
বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের জল্লা গ্রামের নিলুফা ইয়াসমিন নামে এক গৃহবধূকে কাল জাত সাপ কামড় দেয়। বরিশালের আঞ্চলিক ভাষায় ওই সাপকে কালি জাত সাপ বলে। শনিবার দুপুরে লাকরী গোছানোর সময় লাকরীর মধ্যে লুকিয়ে থাকা সাপ নিলুফা ইয়াসমিনের পায়ে কামড় দেয়।
এ সময় নিলুফা চিৎকার করলে বাড়ির লোকজন দেখতে পেয়ে সাপটি ধরে ফেলে। এরপর সাপটি কাচের বোতলে ভরে রোগীসহ শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর রোগী সুস্থ হয়ে সাপটি নিয়ে বাড়ি চলে আসেন। পরে স্থানীয়রা গণমাধ্যমের সামনে সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করেন।
মন্তব্য করুন