
বিরামপুরসহ পাঁচটি উপজেলায় নতুন ভাবে ল্যাম্বের কার্য পরিধি পরিচালনা বিষয়ে অবহিতকরণ সভা করা হয়েছে। আজ রোববার (২ নভেম্বর) দুপুরে শহরের বেলডাঙ্গায় ল্যাম্ব কার্যালয়ের হলরুমে ছে-এসআরএইচআর প্রজেক্টের সাপোটিভ এডলোসেন্ট এন্ড ইয়্যুথ সেক্সুয়াল রিপ্রভাকটিভ হেল্থ এন্ড রাইটস প্রকল্প নিয়ে বিষদ আলোচনা করা হয়।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাহবুব আলম। প্রকল্পের কার্য্যক্রম তুলে ধরেন, ল্যাম্ব বিরামপুরের প্রকল্প কর্মকর্তা লুৎফুল বিন-ফারুক।
সভায় জানানো হয়, বিরামপুর উপজেলার কাটলা ও বিনাইল ইউনিয়নের কুন্দনহাটে ও ৫টি উপজেলার কয়েক স্থানে নরমাল ডেলিভারির ব্যবস্থাসহ ১৫০টি স্কুলে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা কার্য্যক্রম, স্বাস্থ্য শিক্ষা বিষয়ে ব্যাপক কর্মসূচি এবং দরিদ্র লোকদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য তারা ব্যাপক আকারে কার্যক্রম শুরু করেছেন।
মন্তব্য করুন