
বেলা সোয়া ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে পাঁচটি হলের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো চলছে গণনা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। ওএমআর কেনার পরও ম্যানুয়ালি ফল গণনায় নানারকম প্রতিবাদ উঠে এসেছে।
প্রকাশিত ফলের ব্যাপারে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বরাতে জানা গেছে,
মীর মশাররফ হোসেন হলে, সহ-সভাপতি (ভিপি) : স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব (১৯১ ভোট) সাধারণ সম্পাদক (জিএস) : শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) : আরাফাত (১৭৯ ভোট)
শহীদ সালাম-বরকত হলে, সহ-সভাপতি (ভিপি) : ৪৯তম ব্যাচের রসায়ন বিভাগের মারুফ সাধারণ সম্পাদক (জিএস) : মাসুদ রানা
১০ নম্বর ছাত্র হলে (সাবেক মুজিব হল), সহ-সভাপতি (ভিপি) : আসিফ মিয়া সাধারণ সম্পাদক (জিএস) : মেহেদি হাসান সহ-সাধারণ সম্পাদক (এজিএস) : নাদিম মাহমুদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে, সহ-সভাপতি (ভিপি) : রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক (জিএস) : আলী আহমদ সহ-সাধারণ সম্পাদক (এজিএস) : লাবিব
এ ছাড়া আ ফ ম কামালউদ্দিন হল সংসদে ভিপি পদে জয় পেয়েছেন দর্শন বিভাগের জিএম রায়হান কবীর।
মন্তব্য করুন