শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

সোমবার (২৮ অক্টোবর) আজ কোথায় কী?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। আজ কোথায় কী?

মঙ্গলবার (২৮ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি: সকাল ১০টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট (বিএডব্লিউটি)-ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি: বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ৮ম সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলরে পক্ষে সভাপতিত্ব করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুর ২টায় পরিবেশ ভবনের পরিবেশ অধিদফতর অডিটোরিয়ামে ‘জনগণের নেতৃত্বে নীতি প্রণয়ন: কপ৩০-এ বাংলাদেশের অবস্থান’ প্রকাশ শীর্ষক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। এই অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারক, সরকারি প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞসহ বিভিন্ন সিএসও-এর প্রতিনিধিরা অংশ নেবেন। এনসিপির কর্মসূচি:

ইকোনমিক রিফর্ম সামিট: রাজধানীর লেকশোর হোটেল গুলশানে দুপুর ১২টায় ‘দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং খাদ্য নিরাপত্তা’ বিষয়ে অনুষ্ঠিত হবে ইকোনমিক রিফর্ম সামিট। এতে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুপুর ১টায় রাজশাহীর পর্যটন মোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন আহবায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

গোলটেবিল বৈঠক: জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিকেল ৩টা থেকে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবু হেনা রাজ্জাকী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফসহ আরও অনেকে। বিএনপির কর্মসূচি

বেলা ১১টা জাতীয় প্রেসক্লাব সামনে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য জনাব জয়নুল আবদীন ফারুক নেতৃত্বে ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় গুলশান চেয়ারপার্সন অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সঙ্গে কূটনীতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি: দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইসি কার্যালয়ে যাবেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিকেল ৪টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তাণ্ডবের বর্বরতম অধ্যায়কে বর্তমান প্রজন্মের সামনে উন্মোচিত করতে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে (নিচতলা) অডিটোরিয়াম (নিচতলা) চলবে এই প্রদর্শনী।

ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫: দুপুর ১২টা থেকে রাজধানীর লেকশোর হোটেলে ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুদিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিসহ দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

ডাকসুর কর্মসূচি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়াম বিকেল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত ‘লগি-বৈঠার লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান: ২৮শে অক্টোবর প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ আরও অনেকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সকাল ১১টায় নারীদের মধ্যে ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে প্রতিরোধমূলক জ্ঞান ছড়িয়ে দিতে ডাকসু ও বারডেম হাসপাতাল যৌথ উদ্যোগে আয়োজন করছে ‘Save the Smile: Breast Cancer Awareness Program’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান। এই আয়োজনে অংশ নেবেন বারডেম হাসপাতালের অভিজ্ঞ অঙ্কোলজিস্ট, সার্জন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা শিক্ষার্থীদের ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ এবং আত্মপরীক্ষা পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা দেবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. সায়মা হক বিদিশা, সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী, বারডেম জেনারেল হাসপাতালের ডিজি প্রফেসর ডা মির্জা মাহবুব, ডাকসুর ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ ডাকসুর বিভিন্ন নেতা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিশরের উদ্দেশে এনসিপি নেতা সারজিস
মিশরের উদ্দেশে এনসিপি নেতা সারজিস
বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা
বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা
রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি?
রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি?
রাজধানীতে গির্জায় ককটেল হামলা
রাজধানীতে গির্জায় ককটেল হামলা