শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

সরাইলে দুই ভাইয়ের বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ভোরে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই ছেলে—মো. সাত্তার ও মো. এমদাদের মধ্যে জায়গা কেনাবেচা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি এমদাদ তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে একটি জমি বিক্রি করেন। ওই জমি বিক্রির টাকাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়ভাবে এক সালিসের আয়োজন করা হলেও কোনো সমাধান হয়নি। পরদিন ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলতে থাকে টানা সাড়ে তিন ঘণ্টা ধরে। এতে অন্তত ৩০ জন আহত হন এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়। আহতদের স্বজনরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠান।

স্থানীয়রা আরো জানান, কিছুদিন আগেও একই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তখন অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিপু সুলতান ও চেয়ারম্যান কাউছার হোসেন বিষয়টি সমাধানের জন্য আগামী শনিবার সালিসের দিন নির্ধারণ করেছিলেন। কিন্তু তার আগেই আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ফতেহপুরে উত্তেজনা দেখা দেয়। পরে সকালে আবারও সংঘর্ষের খবর পাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন