
জামালপুরের মাদারগঞ্জের ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কুলছুম নামে আরো এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ ৫ শিশুর মধ্যে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হলো।
শনিবার (১ নভেম্বর) সকালে চরভাটিয়ানী আমতলা এলাকায় আনার সরকারবাড়ীর ঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধারকৃত কুলছুম সরিষাবাড়ী উপজেলার ভাটারা গ্রামের আজাদ মিয়ার মেয়ে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ জানান, শুক্রবার বিকালে স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা শেষে তারা ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ডিসের ডুবুরি দল শুক্রবার সন্ধ্যায় ৩ জনের মৃতদেহ উদ্ধার করে।
আজ সকাল দশটা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মন্তব্য করুন