রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

সরাইল-আশুগঞ্জ বীরের জাতি, বীরের মাটি: তরুণ দে

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০১:১১ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এন. তরুণ দে বলেছেন, “সরাইল-আশুগঞ্জ বীরের জাতি, বীরের মাটি—সঠিক নেতৃত্ব বাছাইয়ে ভুল করে না।”

তিনি বলেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই দেশের গণতন্ত্র রক্ষার অগ্রণী বাহিনী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরাইল সরকারি কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো উপজেলা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

তরুণ দে বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠনের ভূমিকা রাখতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব নুর আলম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক প্রমুখ।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন