শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ঐক্যবদ্ধ না থাকলে কারোই রাজনৈতিক অস্তিত্ব থাকবে না: মীর সরফত আলী সপু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৫ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন আগামী নির্বাচন কঠিন হবে। ঐক্যবদ্ধ না থাকলে কারোরই রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। মনোনয়ন যাকেই দেওয়া হোক, সবাইকে ধানের শীষের পক্ষে একসঙ্গে কাজ করতে হবে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় শ্রীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বার্তা দিয়েছেন- প্রতিটি আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও যেহেতু একজনকে মনোনয়ন দেওয়া হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সকলের যথাযথ মূল্যায়ন করা হবে। আমরাও তাকে ওয়াদা দিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করব।

তিনি আরও বলেন, ধানের শীষের প্রতীকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, আমরা সবাই তার পক্ষে মাঠে কাজ করব- এটাই আমাদের অঙ্গীকার।

শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভা ও র‍্যালিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, যুবদল নেতা সেলিম ভুঁইয়া, বাদশা, আসাদ বাবু, মতি শেখ, ওমর ফারুক বাবু, শেখ শামীমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন