
হাওর নদী জলাশয়ের মাছ ও জলজ বাস্তুতন্ত্র সুরক্ষায় চায়না দুয়ারি জালে উৎপাদন বিক্রি মজুদ ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালনকালে এ দাবি জানানো হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে বারসিক ও সবুজ সংহতি নামের পরিবেশবাদী সংগঠন।
এতে মৎস্যজীবি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সামাজিক সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা মিঠা পানির দেশীয় মাছ রক্ষায় ইলিশ রক্ষার সরকারি উদ্যোগের মতো কঠোর আইন বাস্তবায়নের দাবী জানান। নানা ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি নীতিমালা তৈরির তাগিদ দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন স্মারক লিপি গ্রহণ করেন।
মন্তব্য করুন