
কক্সবাজার সীমান্ত জুড়ে টানা অভিযানে গত ছয় মাসে প্রায় ৫১ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে কক্সবাজারের ৩৪ বিজিবি। এসময় ৯৫ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পশ্চিম দরগাহ বিল এলাকা থেকে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ৩৪ বিজিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম। তিনি জানান, গত ছয় মাসে পরিচালিত বিভিন্ন অভিযানে ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবাসহ মোট ৪০ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৩১০ টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে। এছাড়া গরু, বিদেশি সিগারেট, বাংলাদেশি সার-সিমেন্ট, প্রসাধনী, ওষুধ, জ্বালানি তেল, হার্ডওয়্যার সামগ্রী ও রসদসহ ১০ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৮২১ টাকার অন্তর্মুখী-বহির্মুখী চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
সীমান্ত এলাকার জনগণকে সঙ্গে নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, মতবিনিময় সভা, মাদক ও ইয়াবা প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার এবং মাইন বিস্ফোরণ প্রতিরোধে কাজ করে যাচ্ছে ৩৪ বিজিবি। এতে জনগণের যেকোনো সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
মন্তব্য করুন