
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার নির্মম আঘাতে ঢাকায় ৬ জনসহ সারাদেশে ২৬ জন জামাত শিবির নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর ও শহর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা শহরের পৌর পার্ক থেকে বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, ফেরদৌস আলমসহ অন্যান্যরা।
অংশগ্রহণকারীরা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ সন্ত্রাসীরা লগি বৈঠা দিয়ে ২৬ জন জামাত-শিবির নেতাকর্মীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। সারাদেশে আহত হন অসংখ্য মানুষ ও জামাত-শিবির নেতাকর্মী। দ্রুত এসব হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা।
মন্তব্য করুন