
কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চকরিয়া উপজেলা শাখা।আজ রোববার (২৬অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামী ব্যাংক চকরিয়া শাখার সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসুচীতে এ দাবি জানানো হয়।
চকরিয়া উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বেঅনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, ছাত্রশিবিরের সাবেক কক্সবাজার জেলা সভাপতি প্রফেসর মাহফুজুল করিম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর শওকত আলী। সঞ্চালনায় ছিলেন চকরিয়া সরকারি কলেজ শাখার সভাপতি মো. মোর্শেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, পর্যটন নগরী কক্সবাজারের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় অবিলম্বে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন জরুরি। দক্ষিণ চট্টগ্রামের সুবিধাজনক স্থান হচ্ছে চকরিয়া, তাই চকরিয়াতে স্থাপন করারও দাবি তুলেন । দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। মানববন্ধনে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন