শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

নাচোলে যুব নেতৃত্ব উন্নয়নবিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসেডোএর আয়োজনে নাচোল উপজেলা পরিষদ হলরুমে গত ২০-২২ অক্টোবর তিনদিনব্যাপী `যুব নেতৃত্ব উন্নয়ন'বিষয়ক দক্ষতা প্রশিক্ষণের আয়োজন করা হয়। গণসাক্ষরতা অভিযান ও জিপিইএর সহযোগিতায় আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন এসেডোর নির্বাহী পরিচালক রবিউল ইসলাম।

তিনদিনব্যাপী প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন গণসাক্ষরতা অভিযান ঢাকার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম কলি, প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, এসেডোর ফিন্যান্স ম্যানেজার আজহার আলী, উপজেলা কো-অর্ডিনেটর মোছা. ডেইজি, সুমি আক্তার এবং কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি যতীন হেমব্রোম।

‎তিনদিনের এই প্রশিক্ষণে যুব নেতৃত্ব গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ‎প্রথম দিন ‘নেতৃত্বের ধারণা, নেতৃত্ব বনাম ব্যবস্থাপনা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, আত্মশক্তি বিকাশ, কমিউনিটি প্রকল্প ও রোল প্লে কার্যক্রম, ‎দ্বিতীয় দিন ‘আত্মচেতনা ও আত্মবিশ্বাস গঠন, কার্যকর যোগাযোগ ও আন্তঃসম্পর্ক দক্ষতা, সাংস্কৃতিক ও সামাজিক পরিচিতি শক্তিশালীকরণ। ‎তৃতীয় দিন ‘জেন্ডার সংবেদনশীলতা ও সমতা, অধিকার ও প্রাপ্যতা, সমস্যা সমাধান ও কমিউনিটির চ্যালেঞ্জ মোকাবিলা, এবং অ্যাকশন প্ল্যান প্রণয়ন’ বিষয়ক আলোচনা ও কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, স্কুলে উপস্থিতি নিশ্চিতকরণ, নারীর অংশগ্রহণ, সামাজিক নেতৃত্ব, এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার উপায় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করে কমিউনিটি ও সমাজে নেতৃত্বের ভূমিকা আরও কার্যকরভাবে পালন করতে সক্ষম হবেন।

‎প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও ‘সচেতনতাই পারে ঝরে পড়া রোধ করতে’ বিষয়ের উপর প্রীতি বিতর্ক প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেন তারা। উক্ত প্রশিক্ষণে সাঁওতাল, ওঁরাও, মাহাতো, মাহালী, রায়, কর্মকারসহ বাঙ্গালী সম্প্রদায়ের ৩৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

এছাড়াও প্রশিক্ষণের বাইরে ২১ অক্টোবর উক্ত ভেন্যুতে বিকেল পাঁচটায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ, ইয়ূথ ক্লাব এবং গার্লস ফোরামের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় এবং ৩৫ জনকে ২২ অক্টোবর ২০২৫ মেয়েদের ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক উপকরণ উপহার দেয়া হয়।

২২ অক্টোবর উপজেলার সদর ইউনিয়নের সারপুকুর পাড়ায় মানসম্মত শিক্ষা অর্জনে কমিউনিটির ভূমিকা বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠকে অংশ নেন গণসাক্ষরতা অভিযান ঢাকার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম কলি, প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, এসেডোর ফিন্যান্স ম্যানেজার আজহার আলী, উপজেলা কো-অর্ডিনেটর মোছা. ডেইজি এবং সুমি আক্তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন