শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

বড়াইগ্রামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে শিহাব এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এজেন্সি-এর গোডাউনে ১৩ টন এমপি কার্টিজ (গুলির খোসা) পাওয়া গেছে।

শনিবার (২৫ অক্টোবর) এঘটনা প্রকাশ হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে আইন মেনে কারখানাতে ব্যবহার করার জন্য গুলির খোসা আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানিয়রা জানান, রাজেন্দ্রপুর সেনানিবাস এর এমপি কার্টিজগুলো ‘মা বাবা কন্সট্রাকশন’-এর মালিকের কাছ থেকে ক্রয় করেন আহম্মেদপুর এলাকার ‘শিহাব এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এজেন্সি’-র মালিক শিহাব উদ্দিন। শুক্রবার রাতে ট্রাকবোঝাই করে গুলির খোসাগুলো এনে তার বাড়িতে গুদামজাত করেন। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার স্থানিয়রা পুলিশে খবর দেয়।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। কার্টেজগুলো নিয়ম মেনে কারখানায় ব্যবহার করার জন্য রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট থেকে ক্রয় করেন শিহাব এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এজেন্সি। গতরাতে ট্রাকে করে এনে গোডাউনে রেখেছেন। এ সময় শিহাব ক্রয়কৃত এমপি কার্টিজের বৈধ কাগজ-পত্র দেখান। এতে কোন আইনী জটিলতা নেই। তিনি এটা কারখানাতে ব্যবহার করতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন