
দীর্ঘ ১১ বছর পর লক্ষ্মীপুরে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
শনিবার (২৫ অক্টোবর) বিকালে জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ১০টি দল অংশ নেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চন্দ্রগঞ্জ থানা একাদশ বনাম রামগতি পৌরসভা একাদশ। এতে চন্দ্রগঞ্জ থানা একাদশকে ৩-১ গোলে হারিয়ে রামগতি পৌরসভা একাদশ বিজয় লাভ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আক্তার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা।
প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, দীর্ঘ বছর পর এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট। একটি প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে খেলাটি আয়োজন করতে পেরে আমি মুগ্ধ। তরুণ প্রজন্ম বর্তমান সময় অধিকাংশ মাদকাসক্ত। মাদক থেকে তরুণদের ফেরাতে আমাদের এ ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন