শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

টঙ্গীবাড়ীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

শিমুলিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিক বেপারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি শেখ মো. আব্দুল হাই, মো. খোরশেদ আলম গাজী, মো. আক্তার হোসেন লাকুরিয়া, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদ মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকু এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনিস দেওয়ান।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিসুর রহমান আনিস বেপারী, সদস্য সচিব মো. মোহাসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান মল্লিক এবং বিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. তারিকুল ইসলাম তানভীর মল্লিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৈঠকে স্থানীয়দের নানা দাবি-দাওয়া ও মতামত তুলে ধরা হয়। নেতৃবৃন্দ আশ্বাস দেন, জনগণের প্রত্যাশা ও দাবির প্রতিফলন ঘটিয়ে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন