
‘এসো স্মৃতির প্রাঙ্গণে মিলি প্রীতির বন্ধনে’—প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজে উৎসবমুখর পরিবেশে রোভার স্কাউটদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে সকল আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয়৷
শনিবার (২৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ পুনর্মিলনীতে সাবেক ও বর্তমান রোভার সদস্যরা অংশ নেন। এতে পতাকা উত্তোলন ও শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। পুনর্মিলনী অনুষ্ঠানের উপদেষ্টা ও জেলা রোভার কমিশনার মুন্সি সিরাজুল হক এবং জেলা রোভারে সহ-সভাপতি প্রফেসর হুমায়ুন কবির সেখ।
এতে নেতৃত্ব দেন পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি আহ্বায়ক ও সাবেক সিনিয়র রোভার মেট মো.ইমরান হোসেন ও সদস্য সচিব, জেলা রোভারের যুগ্ম সাধারণ মো.আনিসুর রহমান, প্রোগ্রামের আহ্বায়ক ও সাবেক সিনিয়র রোভার মেট মো. জুনায়েদ।
মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার, প্রফেসর ড.মীর মাহফুজুল হক, প্রফেসর একে.এম সেলিম চৌধুরী, কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খন্দকার সাদিকুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, মো. গোলাম ফিরোজ, জেলা রোভার স্কাউটের সম্পাদক মুহাম্মদ জহিরুল আলম প্রমুখ।
অনুষ্ঠনের সরকারি হরগঙ্গা কলেজ তথা মুন্সীগঞ্জ জেলা রোভার প্রথম রাষ্ট্রপতি পদক অর্জনকারী সাবেক সিনিয়র রোভার মেট সাইফুল ইসলাম (পিআরএস) এবং দ্বিতীয় রাষ্ট্রপতি পদক অর্জনকারী সাবেক সিনিয়র রোভার মেট মো. রাশিদুর রহমান রুপক (পিআরএস)-কে বিশেষ সম্মানা স্মারক উপহার দেয়া হয়।
পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও বন্ধুত্ব বিনিময় সভার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, রোভার স্কাউটদের এই মিলনমেলা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবসেবার চেতনা জাগিয়ে তুলবে।
মন্তব্য করুন