
কুমিল্লায় নোয়াখালীর লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলার অভিযোগে প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৃতের আত্মীয়-স্বজন বিক্ষুব্ধ জনতা ও নোয়াখালী বিভাগ আন্দোলনকারীরা।
বৃহস্পতিবারে হামলার ঘটনার পর গতকাল রাত ১০টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখান থেকে শুরু হয়ে নোয়াখালী সুপার মার্কেট হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয় মশাল মিছিলটি।
এ সময় হামলার প্রতিবাদে ও নোয়াখালী বিভাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
মন্তব্য করুন