
খুচরা পর্যায়ের সার বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতারা। আজ বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান অন্তবর্তী সরকার সার বিপণনের বিদ্যমান ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে নতুন সার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত নতুন নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সারা দেশের প্রায় ৫০ হাজার খুচরা সার বিক্রেতাকে বিপদের মুখে ফেলবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এতে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র, সংগঠনের সভাপতি কনক ব্রত ত্রিপুরা প্রমূখ।
মন্তব্য করুন