শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে মাদক কারবারীকে গ্রেফতার ও শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম

নোয়াখালী জেলা সদর এবং বেগমগঞ্জের সীমানাবর্তী মাইজদী বাজার-অনন্তপুর এলাকায় চিহ্নিত ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী বোমা সাদ্দাম ও বাচ্চুকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। আজ রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন সমাবেশে এ দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক কামাল উদ্দিন, মাইজদী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো.শামীম, আবুল কালাম আজাদ'সহ অনেকেই । মানববন্ধনে বক্তারা বলেন, মাইজদী বাজার ও অনন্তপুর এলাকাটি সদর এবং বেগমগঞ্জ উপজেলার সীমানাবর্তী হওয়ায় এখানে চিহৃত ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী বোমা সাদ্দাম ও বাচ্চুর নেতৃত্বে বহিরাগত মাদক ব্যবসায়ীরা এলাকা প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তারা বলেন এদের বিরুদ্ধে ইতিপূর্বে প্রতিবাদ করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা নেয়নি বরং তারা মাদক ব্যবসায়ীদের সঙ্গে আতাত করে তাদের ছেড়ে দেয়। এতে এলাকার কোমলমতি কিশোররা মাদকে জড়িয়ে পড়ছেন। দ্রুত মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন