শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

হাকিমপুরে শিক্ষক কর্মচারীদের ভূখা মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম

বে-সরকারি শিক্ষক কর্মচারীদের আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাকিমপুর হিলিতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা ভূখা মিছিল করেছে। অপর দিকে দীর্ঘ এক সপ্তাহ থেকে স্কুল ও মাদ্রাসার ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অভিভাকরা। আজ রবিবার (১৯ অক্টোবর) সকল দশটার পর থেকে উপজেলার খাট্রাউছনা ও বাঁশমুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং কন্দর্পুর দাখিল মাদ্রাসায় কর্মরত শিক্ষক কর্মচারীরা হাতে তালা ও বাটি ভূখা মিছিল করেছে।

খাট্রাউছনা ও বাঁশমুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন ও দিলাজার রহমান বলেন, শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবি (মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫%) আদায়ের লক্ষ্য গত ১২ অক্টোবর থেকে আমরা কর্ম বিরতি পালন করে আসছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ৮ম দিনে আমরা আমাদের নিজ প্রতিষ্ঠানে তালা বাটি হাতে নিয়ে ভূখা মিছিল করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের কর্মসূচি পালন অব্যাহত থাকবে।

কন্দর্পুর দাখিল মাদ্রাসার সুপার হাফিজুল ইসলাম বলেন, বে-সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায দাবি সরকার বাহাদুরের মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। একজন রিকশাচালকও এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া পায় না এবং পাঁচশত টাকায় ডাক্তার পরামর্শ ফি হয় না ওষুধ তো দূরের কথা। তাই অনতিবিলম্বে শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবি মেনে নিয়ে শিক্ষকদের ক্লাশে ফেরার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

স্কুলের শিক্ষার্থী রোমানা আক্তার ও মেহেদী হাসান বলেন, আমরা দশম শ্রেণির শিক্ষার্থী। আমাদের শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন চলছে তাই স্কুলের ক্লাস পরীক্ষা ও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আমারা বিপাকে পড়েছি। আর অল্প দিন পরে এসএসসির নির্বাচনি পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু এমন সময় ক্লাস হচ্ছে না। তাই আমাদের শিক্ষক কর্মচারীদের জন্য সরকার এর নিকট অনুরোধ করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন