শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

জুলাই সনদের পর নির্বাচন হতে বাধা নেই, যারা স্বাক্ষর করেনি তারা ভবিষ্যতে করবে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম

জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন নিয়ে আর কোনো বাধা নেই, বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিএনপি আশা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ার নিজ বাসভবন থেকে বের হয়ে বড় বাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের প্রার্থীর পক্ষে দোয়া কামনা করেন।

জুলাই সনদে স্বাক্ষর না করা দলগুলোর বিষয়ে তিনি বলেন, “সবার গণতান্ত্রিক অধিকার আছে, ভিন্নমত প্রকাশেরও সুযোগ আছে। যেসব দল জুলাই সনদে স্বাক্ষর করেনি, আমাদের ধারণা তারা ভবিষ্যতে স্বাক্ষর করবে। কেননা, প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ইতিমধ্যেই জানিয়েছেন-যেসব দল স্বাক্ষর করেনি, তাদের জন্য ভবিষ্যতেও সুযোগ থাকবে।”

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নের নতুন গতিশীলতা প্রতিষ্ঠিত হবে। আমাদের ১৬ বছরের আন্দোলন এখন সফলতার দ্বারপ্রান্তে।

নির্বাচনী প্রচারণায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এম এ তালহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রচারণা শেষে দুপুরে চুয়াডাঙ্গা শহরের নিচের বাজার এলাকায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শামসুজ্জামান দুদু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন