
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের সুনামগঞ্জ থেকে র্যাব-১১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লেঃ কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন। তিনি জানান, সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট ২০টি মামলা রয়েছে। এরমধ্যে সন্ত্রাসবিরোধী ও নাশকতার ৩টি, সরকারি কাজে বাঁধা ৫টি, আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির মামলা ২টি, ডাকাতি ও ছিনতাই ৭টি, মাদক মামলা ২টি, নারী ও শিশু নির্যাতন ১টি অন্তর্ভুক্ত।
তিনি আরও জানান, সাহেব আলীকে গ্রেফতারের সময় তার বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। সরকারি দায়িত্ব পালনে বাঁধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আরও ৫টি মামলা রয়েছে।
এর আগে গত ৬ অক্টোবর গাজীপুরের গাছা থানার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে তার স্ত্রী-সন্তানসহ ৬ জন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করে র্যাব।
মন্তব্য করুন