
কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অভিযানে উন্মোচিত হলো সাবরাংয়ের কুখ্যাত মাদক সম্রাট জুবাইরের কোটি টাকার সাম্রাজ্য।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর লে. কর্নেল আশিকুর রহমান পিএসসি’র নেতৃত্বে বিশেষ অভিযানে নামে বিজিবির একটি দল। সাবরাং মন্ডলপাড়ার বিলাসবহুল বাড়িতে আট ঘণ্টাব্যাপী চালানো হয় অভিযান। উদ্ধার করা হয় প্রায় বিশ হাজার পিস ইয়াবা, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, সিসি ক্যামেরাসহ নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা।
অভিযানের সময় আইয়ুব আলী নামে এক ব্যক্তিকে দেওয়াল টপকে পালানোর সময় আটক করা হয়। সেইসঙ্গে মূলহোতা জুবাইরের স্ত্রী ফাইজা আক্তারকেও গ্রেফতার করে বিজিবি। তবে মাদক সম্রাট জুবাইর এখনো পলাতক।
বিজিবি জানায়, আটক দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন