
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আ. বাতেন (৫০) নামে এক ব্যাক্তি নিহত ও অপর ৫ জন আহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আ. বাতেনসহ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহষ্পতিবার (১৬ অক্টোবর) সকালে আ. বাতেন মারা যান। নিহত আ. বাতেন রসুলপুর এলাকার লাল মিয়ার পুত্র।
পুলিশ ও এলাকাবাসি জানায়, বুধবার সন্ধ্যায় গ্রাম্য দলাদলি, মাদক এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি সমর্থক আ. বাতেনের পুত্র যুবদল নেতা আজিজুল ও যুবদল নেতা করিমের মধ্যে কথা কাটাকাটির সূত্র ধরে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বাতেন, আজিজুলসহ ৬ জন গুরুতর আহত হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার সকালে আ. বাতেন মারা যান।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন আ. বাতেনের মৃত্যুর খবর নিশ্চিৎ করে বলেন, এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন