
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া মগ্যা কারবারী পাড়া এলাকায় মাইনি নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা জানান, সকালে এলাকাবাসী নদীতে মরদেহটি দেখতে পেয়ে দীঘিনালা থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত শেষে যদি মরদেহের কোনো অভিভাবক বা স্বজন পাওয়া না যায়, তাহলে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন