
সার ও কীটনাশকের সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োগকৃত ডিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি করে দীর্ঘদিন ধরে উচ্চমূল্যে সার বিক্রির মাধ্যমে কৃষকদের সাথে প্রতারণা করা আসছে। বিগত সময়ে এসব অনৈতিক ঘটনার প্রতিবাদ করার সুযোগও ছিল না। তবে এখন দিন বদলেছে। সমাজে এ রকম অনাচার অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়েছে মানুষ। তেমনি এক প্রতিবাদী মানববন্ধন বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটে ।
আজ সোমবার সকালে লালমনিরহাট জেলার মিশনমোড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। দুইঘণ্টা ব্যাপি ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের সভাপতি নুরুন্নবী মোস্তফা। এ মানববন্ধনে জেলার পাঁচটি উপজেলার কৃষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সার ও বীজ সরকারি নীতিমালা অনুযায়ী প্রান্তিক কৃষকদের মাঝে বিক্রি করার দাবি জানান। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টিকারী ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মন্তব্য করুন