শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

হবিগঞ্জে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, ১৪ জনকে কারাদন্ড 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের অভিযোগে ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (১২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার উলুকান্দি গ্রামের নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের শাহজাহান মিয়া (৩২), কাঁঠালবাড়ি শানখলা গ্রামের শাহীন মিয়া (২১), পূর্ব পঞ্চাশ গ্রামের ওয়াহিদ মিয়া (২৩), মহিমাউড়া শানখলা গ্রামের আব্দুল করিম জুনেদ (১৯), কাঁঠালবাড়ি গ্রামের মো. ইউসুফ (২৩), হলহলিয়ার মো. এনামুল হক (১৯), ডেউয়াতলী, শানখলার মো. জামাল মিয়া (২১), ফান্দ্রাইল শানখলার রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের নয়ন মিয়া (২২) দেউন্দি গ্রামের মো. আতর আলী (৪২), একই গ্রামের মো. নুরুল ইসলাম (৪৩), কাঁঠালবাড়ির বদরগাজির মো. সারাজ মিয়া (৩০)।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। বিষয়টি জানতে পেরে সেখানে আজ সকাল থেকে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের কয়েকটি টিম। অভিযান চলাকালে বালু উত্তোলনের সময় কয়েকটি ট্রাক ভর্তি বালুসহ হাতেনাতে ১৪ জনকে আটক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন