রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ফুটবল খেলা কেন্দ্র করে দুই দফা সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৫:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ভাঙচুর করা হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির তরুণদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। রাতে উত্তেজনা বাড়লে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে শুক্রবার সকালে আবারও উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। এসময় ভাঙচুর করা হয় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট।

খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন

আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। পুনরায় কোনো সংঘর্ষের আশঙ্কা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন