শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর স্ত্রী-মেয়েকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম

‎লক্ষ্মীপুরের রামগঞ্জে মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দূর্বত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় নিজ ঘরে তাদের হত্যা করা হয়। এসময় ঘরে থাকা ত্রিশ ভরি স্বনাংলকার ও নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকা লুটে নেয়া হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ীর স্ত্রীর নাম জুলেখা বেগম(৫৫) ও তার কলেজ পড়ুয়া মেয়ের নাম তানহা আক্তার মীম (২০)।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ জানান, রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে ক্রোকারিজের ব্যবসা করেন মিজানুর রহমান। গতকাল বৃহস্পতিবার সোনাপুর বাজার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতে বাড়িতে যান ব্যবসায়ীর ছেলে ফরহাদ হোসেন রাব্বী। এসময় ঘরের দরজা খোলা দেখতে পান রাব্বী। পরে ঘরের ভেতরে গিয়ে মা জুলেখা বেগম ও বোন তানহা আক্তার মীমের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন।

অভিযোগ রয়েছে, ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন রাব্বীকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ব্যবসায়ী। সে অনুপাতে বিয়ের জন্য গত কিছুদিন আগে ৩০ ভরি স্বর্ণালংকার ক্রয় করেন তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দূর্বৃত্তরা ঘরে ডুকে ডাকাতির করার সময় ব্যবসায়ীর স্ত্রী জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মীম বাধা দিলে দূর্বৃত্তরা দুইজনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে স্বনাংলাকার,নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ডাকাতি না অন্য কোন কারনে এই হত্যাকান্ড সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহিৃত করে অচিরেই গ্রেফতার করা হবে বলে জানান তিনি। ‎ ‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন