শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

বগুড়ায় মৃত শ্রমিক সদস্য পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পিএম

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ৬০ জন মৃত শ্রমিক সদস্য পরিবারকে ৩০ হাজার টাকা করে সর্বমোট ১৮ লাখ টাকা ইউনিয়ন তহবিল হতে এককালিন অনুদান অর্থের চেক প্রদান করা হয়। একইসাথে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী ও বৃদ্ধ শ্রমিক সদস্যদেরকে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুদান প্রদান করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক (যুগ্মসচিব) হোসনা আফরোজা।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। আরো বক্তব্য দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু।

অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, ইউনিয়নের শাখা কার্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও সাধারণ শ্রমিক সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন