
নাটোরে টাইফয়েড টিকাদান পরামর্শ কর্মশালা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। কর্মশালায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন, ২০১৭ সাল থেকে দেশে ব্যক্তি পর্যায়ে টাইফয়েড টিকা গ্রহন কার্যক্রম চালু আছে। ইতোমধ্যে সার্কভূক্ত পাকিস্তান এবং নেপালে সরকারি পর্যায়ে টাইফয়েড টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই টিকা পরীক্ষিত এবং সম্পূর্ণ নিরাপদ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) মাহমুদা শারমিন নেলী এবং নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ভূঁইয়া।
নাটোর জেলায় নিধার্রিত বয়সী শিশুদের মধ্যে এক হাজার ৫৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই লাখ ৯৯ হাজার ৩৪১ জন শিক্ষার্থীকে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটিতে জেলার এক হাজার ৭৫২টি টিকাদান কেন্দ্রে আরো এক লাখ ৩০ হাজার ৫৪১ জন শিশুকে ১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত টিকা প্রদান করা হবে। জেলার মোট চার লাখ ২৯ হাজার ৮৮২ জনের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৫৬৭ জন শিশুর নিবন্ধন হয়েছে।
জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠানসহ কমিউনিটি পর্যায়ে নয় মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিক্ষার্থীসহ সবাইকে নিবন্ধন কার্যক্রম অব্যাহত আছে। আগামী ১২ অক্টোবর থেকে নাটোরে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
মন্তব্য করুন