
টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে ফরিদপুরে সাংবাদিকদের অংশগ্রহনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ১ থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। ফরিদপুরের ৯টি উপজেলায় ৫ লাখ ২৭ হাজার ৯৮৮ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
টাইফয়েড জ্বর ও এর ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে সকল শিশুকে টিকা কেন্দ্রে আনার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয় এ সভায়।
এতে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সিভিল সার্জন মাহমুদুল হাসান, ইউনিসেফ এর বরিশাল বিভাগীয় প্রধান আনোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
মন্তব্য করুন