রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

উপদেষ্টার আগমনকে ঘিরে সড়ক সংস্কার: ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজট

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:১২ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড অংশে হঠাৎই তোড়জোড় করে অস্থায়ী সংস্কারের কাজ শুরু হয়েছে। আগামীকাল বুধবার সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খানের পরিদর্শনকে কেন্দ্র করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এই সংস্কারকে কেন্দ্র করে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে দেখা দিয়েছে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তি।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, গত শনিবার থেকে অস্থায়ী সংস্কারকাজ শুরু হয়েছে। বিশ্বরোড গোলচত্বরে ইট ও বালু বিছিয়ে তিন স্তরে সড়ক সংস্কারের কাজ চলছে। প্রায় ৬০০ থেকে ৭০০ মিটার এলাকাজুড়ে কাজের তদারকিতে গঠন করা হয়েছে ১২ সদস্যের কমিটি এবং সরাইল এলাকায় স্থাপন করা হয়েছে একটি অস্থায়ী ক্যাম্প।

সংস্কারকাজে মূল মহাসড়ক সংকুচিত হয়ে পড়ায় যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। থেমে থেমে যানজটের কারণে যাত্রী ও চালকরা পড়েছেন দুর্ভোগে। এসময় অনেক যাত্রী বিরক্ত হয়ে পায়ে হেটে গন্তব্যে পৌঁছার চেষ্টা করেন।

স্থানীয় বাসিন্দা আলমগীর বলেন, এক বছর ধরে কেউ কাজ করেনি। এখন উপদেষ্টা আসবেন বলেই লোক দেখানোর জন্য তড়িঘড়ি করে কাজ হচ্ছে। সওজের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল বলেন, জরুরি ভিত্তিতে জনদুর্ভোগ লাঘবে তিন স্তরে ইট বিছানোর কাজ চলছে। কাজ শেষ হলে যানজট কমে যাবে।

প্রসঙ্গত আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড হয়ে আখাউড়া পর্যন্ত ৫০ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছিল প্রায় আট বছর আগে। ৫ হাজার ৭৯১ কোটি টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সাম্প্রতিক সংশোধনে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৯৫০ কোটি টাকায়। তবে দীর্ঘদিন স্থবির প্রকল্পে এবার উপদেষ্টার আগমনের আগে দেখা দিয়েছে অস্থায়ী তৎপরতা, এমন মন্তব্যই স্থানীয়দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন